ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সল্টগোলাস্থ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে গতকাল অনুষ্ঠিত এই কুচকাওয়াজের মাধ্যমে ১৭৭ জন নাবিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এদের মধ্যে অলরাউন্ডার হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন কে এম মাইনুল ইসলাম এবং সিলভার মেডেল পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান হিমেল। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিটিউট চট্টগ্রামের নিয়ন্ত্রণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিটিউট মাদারীপুরের স্থাপনাদির নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। শিগগির মাদারীপুর ইনস্টিটিটিউট উদ্বোধন করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে ২টি ব্যাচে বছরে ৬০০ জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিটিউট, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী এবং মেহেরপুর স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা আগামী ২০২৬ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, থার্ড অফিসার, ৪র্থ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সঙ্গে চাকরি করে আসছেন বলেও জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাছ কাটা বন্ধে রিট আবেদন
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল