রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শিল্পপতি খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার তিনি নগরের অক্সিজেন এলাকায় কেডিএস গ্রুপের কর্পোরেট অফিস গিয়ে সাক্ষাত করেন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমানের সাথে। এসময় এহেছানুল হায়দর চৌধুরী বাবুল তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। চেয়ারম্যান খলিলুর রহমান ব্যাংকের দেয়া দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া চান। এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিয়া প্রমুখ।