নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও ভর্তি ডেস্কের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ মোঃ হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোঃ হুমায়ূন কবির দীহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম এডুকেশন এন্ড রিচার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুর। অভিভাবক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ট্রাস্ট্রি বোর্ডের পরিচালক প্রফেসর ডাঃ জি এম গোলাম রসূল আতিক, পরিচালক লায়ন সাহেলা আবেদীন রিমা, পরিচালক মোহাম্মদ এয়াকুব, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন, মোঃ আবদুশ শাকুর প্রমুখ।
প্রধান অতিথি ওসমান গণি মনসুর অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি অধিকতর মনোযোগী হবার পরামর্শ দেন। ভাল ফলাফলে মায়েদের ভূমিকা অত্যধিক উল্লেখ করে তিনি সচেতন হবার আহ্বান জানান। ডাঃ আতিক বলেন, শিক্ষার্থীরা যদি এখন থেকে এমনকি আজ থেকে পড়ালেখায় মনোযোগী না হয়, মোবাইল ফোনে আসক্ত হয় তার পরিণতি হবে ভয়াবহ। এরপূর্বে প্রধান অতিথিসহ উপস্থিত সকলে ২০২৬ইং সালের ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











