নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়মিত হেলথ চেকআপের অংশ হিসেবে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি মনসুর। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
লায়ন্স ক্লাব ডিস্টিক্ট৩১৫/ব এর সৌজন্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, গিয়াস উদ্দীন, লায়ন আবু বক্কর ছিদ্দিক, লায়ন তারিক কামাল, লায়ন শহীদুল্লাহ, লায়ন হুমাইরা ইসলাম, লায়ন বিকিরণ রড়ুয়া ও লায়ন সিফাত আল মনসুর প্রমুখ। এ সময় প্রায় ৩০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককে চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়। শুরুতে মাইলস্টোনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়। শেষে লায়ন্স ক্লাব৩১৫/. বি ও লায়ন্স তিলোত্তমার যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।