চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ন্যাশনাল পলিটেকনিক কলেজে (এন.পি.সি.) তে গতকাল ১৬ অক্টোবর দিনব্যাপী জব ফেয়ার ও গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে Acceleration and Strengltheninig Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের অর্থায়নে ন্যাশনাল পলিটেকনিক কলেজ কর্তৃক আয়োজিত কারিগরি প্রতিষ্ঠানের বিভিন্ন টেকনোলজি হতে ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ গ্রাজুয়েটদের সরাসরি কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত এই জব ফেয়ার ও সেমিনারে এনপিসির সকল শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীবৃন্দও অংশগ্রহণ করেন।
উক্ত জব ফেয়ার ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন মো. গোলাম রব্বানী চৌধুরী, সিনিয়র আর্কিটেক্ট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ইঞ্জি. মো. মাসুদুর রহমান, জেনারেল ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি., সিহাব উদ্দিন আহম্মেদ, ডেপুটি ম্যানেজার (আইসিটি ডিপার্টমেন্ট), প্যাসিফিক জিন্স লিমিটেড এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক কলেজের অধ্যক্ষ এ.বি.এম. আব্দুল ওয়াহেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. কিসিঞ্জার চাকমা বলেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যথাযথ সময়ে ন্যাশনাল পলিটেকনিক কলেজ জব ফেয়ার ও সেমিনারের আয়োজন করেছে। এ জব ফেয়ার ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের জব পাওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে এবং এটা শিক্ষার্থীদের নতুন নতুন ধ্যানধারণা অর্জনেও সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর প্রধান শিক্ষা কর্মকর্তা জব ফেয়ারের স্টলগুলো ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্কিটেকচার টেকনোলজির বিভাগীয় প্রধান আকবর আলী। প্রেস বিজ্ঞপ্তি।