ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে গত ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদিন এবং সাজ্জাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় জাতীয় পতাকা ও বেলুন উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা. মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক এম. এ হাশেম, মাহমুদুল আমিন খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডা.আবদুল্লাহ খান, ডা. আহমদ রহিম, জাফর উল্লাহ চৌধুরী, মুহাম্মদ নাসির উদ্দিন ও ডা. রওশন ফেরদৌস। বক্তব্য রাখেন সিনিয়র সেকশন কোঅর্ডিনেটর হিজবুন নাহার, জুনিয়র সেকশন কোঅর্ডিনেটর নার্গিস আকতার, মাতলুবা নাসরিন, ফাহমিদা কাউনাইন ও মাকসুরা জাহান প্রমুখ। স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা. এটিএম রেজাউল করিম সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারী ও অভিভাবকদের নিয়ে সর্বমোট ২৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা