সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে নোয়াপাড়া লায়ন্স ক্লাব টানা দ্বিতীয় জয় পেয়েছে। অন্যদিকে লিগে শুভসূচনা করেছে ক্রিসেন্ট ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব৩০ রানে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। আগের খেলায় তারা মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করেছিল। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াপাড়া লায়ন্স ক্লাব। ৩৩.২ ওভার খেলে তারা সব উইকেট হারায় ১৩৬ রান। দলের পক্ষে মোখলেসুর রহমান ২৮,ইমদাদুল ফারহান বাপ্পী ২৭,কাজী মো. রবিউল হোসেন ২০ এবং রেজাউল হোসেন শাহিন অপরাজিত ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ২১। কাস্টমস এক্সাইজের আলম জুবাইর ৪টি এবং টিপু সুলতান ৩টি উইকেট পান। ১টি করে উইকেট নেন রাহুল ইসলাম এবং মো. রায়হান। জবাব দিতে নেমে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব ৪৬.৫ ওভার খেলে ১০৬ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে ইশতিয়াক আহমেদ ১৮, মাসুমুল কবির ১৩,মিনহাজ হোসেন ২৪, সাফায়েত উল্লাহ ১৩ এবং মো. ফয়সাল ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। নোয়াপাড়া লায়ন্স ক্লাবের পক্ষে ওবাইদুর রহমান ইশতি ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন সাকিবুল ইসলাম এবং ইমদাদুল ফারহান বাপ্পী। ১টি করে উইকেট পান কাজী রবিউল হোসেন এবং মো. হাসান। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় ক্রিসেন্ট ক্লাব ৬৪ রানে পরাজিত করে সেবা নিকেতন ক্লাবকে। টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৪৫.৪ ওভার খেলে ১৬৮ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন খোরশেদুল আলম। তিনি অপরাজিত ৫৫ রান করেন ৭৮ বলে ৫টি চার এবং ৪টি ছক্কা মেরে। এছাড়া শাহ ইয়াসির বিন রিয়াজ ২৪, শৈবাল ১৩, সাইফ সিদ্দিকি ১৪ এবং মো. তাসনিম ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। সেবা নিকেতনের পক্ষে মো. সাকিব ৪টিপ এবং সাইফুল আজম মাহিন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মইনুদ্দিন সোহাগ এবং আদিল বিন আইয়ুব।
জবাবে সেবা নিকেতন ৩০ ওভার খেলে ১০৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে আদিল বিন আইয়ুব ১৩ এবং সাইফুল আজম মাহিন ২৪ রান করেন। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩১ থেকে। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে মো. তাসনিম ৪টি, গাজী আবদুস ৩টি এবং তানভির হোসেন ২টি উইকেট নেন।
আজকের খেলা: সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মাদারবাড়ি উদয়ন সংঘ(মহিলা কমপ্লেক্স মাঠ),ডবলমুরিং ক্লাব বনাম বাকলিয়া একাদশ (এম এ আজিজ স্টেডিয়াম)।