দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ইউনিয়নের প্রাক্তন সভাপতি প্রয়াত চেয়ারম্যান দিদারুল আলমের শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি এস এইচ এ মহসিন। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব। এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি জাফর আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক হাছান মো. রাসেল। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এস এইচ এ মহসিন, জাহাঙ্গীর সিকদার, মীর মাহমুদুল ইসলাম, স.ম. মঞ্জুর হোসেন, শুভময় দাশগুপ্ত রাজু, নাজিম উদ্দীন, জসীম উদ্দিন, সুশীল দাশ, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, মো. ইলিয়াস মেম্বার, দীপক সেন, সমর কান্তি শীল, শেখ আহমেদ মেম্বার, শাহীন মেম্বার, ম্যালকম চক্রবর্তী, আশীষ কুমার বৈদ্য, হাজী আবুল কাশেম প্রমুখ। সভায় সভাপতির শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এস এইচ এ মহসিনকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হবে বলে জানানো হয়। সভায় প্রয়াত চেয়ারম্যান দিদারুল আলমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।