নোয়াখালীতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে গেল ৪ প্রাণ

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পল্লী বিদ্যুতের একটি বিদ্যুতায়িত লোহার খুঁটির স্পর্শে চার জন প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
নিহতরা হলেন শীলমুদ গ্রামের সৈয়দ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে মো. ইউসুফ (৪৫), আবুল হোসেনের ছেলে মো. সুমন (২৭) ও রমজান আলী বাড়ির সহিদ উল্যার ছেলে মো. জুয়েল (১৭)। সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুর রহিম নিজ প্রতিষ্ঠিত মার্কেটের পেছনে সব্জি বাগান পরিচর্যা করতে যান। রহিমের ফিরতে দেরি দেখে ইউসুফ, সুমন এবং জুয়েলও সেখানে যান। রহিম ধান ক্ষেতে পল্লী বিদ্যুতের লোহার খুঁটির সঙ্গে অচেতন পড়ে আছেন দেখে তারা তিনজন রহিমকে উদ্ধারের চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই চারজনই মারা যান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে; এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলে ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবিরোধী অভিযানে দিনাজপুরে গ্রেপ্তার ১৯
পরবর্তী নিবন্ধমোদীর জন্মদিনে ২ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট ভারতে