রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প থেকে লুট হওয়া একটি বাইক উদ্ধার করে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে উরকিরচর ইউনিয়নের কৃষকদল নেতা আবদুল মান্নান।
গতকাল বুধবার তিনি বৈজ্জাখালী গ্রিনভিউ কমিউনিটি সেন্টারের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাইকের মালিকের সন্ধান নিতে যান। এ সময় তিনি জানতে পারেন–গত ৫ অগাস্ট দুর্বৃত্তরা বাইকটি নোয়াপাড়া পুলিশ ক্যাম্প থেকে লুট করে এনে সেখানে ফেলে রেখেছিল। বাইকটি উদ্ধার করে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা থানা পুলিশের কাছে হস্তান্তরের পরামর্শ দেন। গতকাল তিনি পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে বাইকটি নিয়ে ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক আরিফুল ইসলামের হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন বিএনপি নেতা জাহেদুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ লোকমান।
পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত ৫ অগাস্ট সরকার পতনের পর দুর্বৃত্তরা নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে লুটপাট করে যাওয়ার সময় আগে দুর্ঘটনায় জব্দ করা বাইকটি লুট করে নিয়েছিল। তিনি মোটরসাইকেলটি উদ্ধার করে দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।