মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার রাউজান নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও আলহাজ্বা রূহানী আম্মাজানের (রাহ.) ঈছালে ছাওয়াবদ উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, এখলাসের সাথে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। এই এখলাসের শিক্ষা রয়েছে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিআল্লাহু আনহুর তরিক্বতে। সিনা–ব–সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে নবীজির বাতেনী নূর মোবারক কল্ববে নিলে এখলাস সৃষ্টি হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নুরুল আমিন। মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন,মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সল। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।