নোয়াখালীর মাইজদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বৈদুতিক লাইন মেরামত করতে গিয়ে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের মো. ইব্রাহিম (২২) নামে পল্লী বিদ্যুৎতের লাইনম্যান মারা গেছে।
তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুনিয়ারপাড়ার হারুনুর রশিদের ছেলে।
জানা যায়, সোমবার (২৬ আগস্ট) বিকেলে নোয়াখালী পল্লী বিদ্যুতের লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ইব্রাহিম। সে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ২ বছর পূর্বে পল্লী বিদ্যুৎ বিভাগে চাকরি নিয়ে নোয়াখালীর মাইজদী পল্লি বিদ্যুৎ অফিসে যোগদান করে।
মো. ইব্রাহিমের বন্ধু মইনুল হাসান দিপু জানান, ইব্রাহিম গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল।
মোবাইলে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ইব্রাহিমের লাশ আনার জন্য নোয়াখালী রওনা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ইব্রাহিমের বড় ভাই মো. ইসমাইল।