নোঙর ছিঁড়ে একটি বিদেশি জাহাজ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জরিপ জাহাজকে ধাক্কা দিয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্র জানিয়েছে, ১২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আসা ‘এমটি মালহারি’ নামের ভারতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দরের রিভারমুরিং ১০ নম্বর জেটিতে নোঙর করা ছিল। গতকাল সন্ধ্যায় জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে নিকটস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনুসন্ধানী জাহাজ ‘আরভি মীন সন্ধানীকে’ ধাক্কা দেয়। এতে আরভি মীন সন্ধানী ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা ছিল। পাশের জেটিতে ছিল জরিপ জাহাজ মীন সন্ধানী। সন্ধ্যায় তেলবাহী জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে জরিপ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বন্দরের টাগবোট কাণ্ডারী-১১ ও ১২ ঘটনাস্থলে গিয়ে জাহাজ দু’টিকে টেনে আলাদা করে। জরিপ জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বন্দরের জাহাজ আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে বলে জানান বন্দর সচিব।