নগরের মাদারবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, নোংরা কাগজ দিয়ে কেক ও পাউরুটি মোড়ানো এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইনের ‘চট্টলা বেকারি’কে ৩০ হাজার টাকা এবং ‘মাহফুজুর রহমান বেকারি এন্ড কনফেকশনারি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।