নোংরা পরিবেশে তৈরি হচ্ছে শনপাপড়ি, সাতকানিয়ায় জরিমানা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:৫৯ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার ছদাহা দস্তির হাট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় নামবিহীন একটি খাদ্যপণ্য উৎপাদন প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে শনপাপড়ি, লাড্ডু ইত্যাদি খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদনণ্ড প্রদান করা হয়েছে।

অভিযুক্তের নাম কবির হোসেন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শামসুল হকের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। তিনি জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন সাতকানিয়ার পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের কাছে চোরাই মোবাইল বিক্রি করতো চকরিয়ার সামজিদ
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট ইংল্যান্ডের