নৈতিকভাবে উজ্জীবিত আদর্শবান প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে

মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দ সাইফুদ্দীন আহমদ

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

বিএসপি চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী মাইজভাণ্ডারীর খোশরোজ উপলক্ষ্যে তাঁরই প্রতিষ্ঠিত হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও মইনীয়া যুব ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব মহাসমাবেশ ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বাদ মাগরিব জীবনী আলোচনা, র‌্যালি, মাদক, যৌতুক ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতায় গণস্বাক্ষর ও প্রচারণা, রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয়, খতমে কুরআন, খতমে গাউছিয়াসহ নানা কর্মসূচি পালিত হয়। মইনীয়া যুব ফোরামের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী বলেন, যুব তরুণ সমাজ আজ লক্ষ্যভ্রষ্ট হয়ে নানামুখী অবক্ষয়ে ধুঁকছে। নৈতিকভাবে উজ্জীবিত আদর্শবান প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে।

সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্‌জাদা সৈয়দ মেহবুবমইনুদ্দীন আলহাসানী, উদ্বোধক ছিলেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি শাহ্‌জাদা সৈয়দ মাশুকমইনুদ্দীন আল্‌হাসানী। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান, আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর খান, বিএসপির কোচেয়ারম্যান অ্যাডভোকেট খলিফা কাজী মহসীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আসলাম হোসাইন।

মিলাদ ক্বিয়াম শেষে বিশ্বশান্তি, নিপীড়িত মানবতার মুক্তি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারা বিশ্বে ইসলাম প্রচার-প্রসারে সুফিদের অবদান অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে