বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত একাডেমি সমূহের মধ্যে ক্রীড়া চর্চার সেতু বন্ধন তৈরির লক্ষ্যে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নীল জার্সির– আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি ও সাদা সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম অংশগ্রহণ করে। গত বুধবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্র্যাকটিস সেশন শেষে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি প্রচুর সংখ্যক দর্শক উপভোগ করে। ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে ৬০ মিনিটের ম্যাচটি ০–০ গোলে ড্র হয়। হালিশহরের সায়েম, কিপার নেছারুল ও শাহাদাত এবং নেমার খেলোয়াড়রা পরিচ্ছন্ন ফুটবল উপহার দেয়। খেলা শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সাবেক জেলা দলের খেলোয়াড় ও বর্তমানে সহকারী কোচ মো. নেজামত উদ্দিন নেজাম।
এ সময় সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন, নেমা ফুটবল একাডেমির কর্মকর্তা মো. সেলিম হোসাইন, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, মো. ইশতিয়াক হোসেন, শাখাওয়াত হোসেন ও সাঈদী উপস্থিত ছিলেন। সাবেক ফুটবলার ও কোচ নেজামতকে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলারগণ ফুলেল শুভেচ্ছা জানান।