নেপাল থেকে ফেরা বাংলাদেশের ফুটবলারদের মনস্তাত্ত্বিক সহযোগিতা দেবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২৬ অপরাহ্ণ

শঙ্কা আর উৎকণ্ঠার প্রহর পেরিয়ে নেপাল থেকে দেশে ফেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সবরকম সহায়তা দেবে বাফুফে। সংস্থাটির সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, প্রয়োজনে ‘সাইকোলজিক্যাল’ সহায়তা দেওয়া হবে খেলোয়াড়দের। দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সেখানে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে ব্যাপক সহিংসতার খবর আসতে শুরু করলে কোচ, খেলোয়াড় ও স্টাফদের পরিবার দুশ্চিস্তায় পড়ে যায়। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদেরকে দেশে ফিরিয়ে আনার। সেই সঙ্গে বাফুফে ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে বৃহস্পতিবারে বিকালে কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বাহিনী ঘাঁটিতে পা রাখেন ফুটবলাররা। বাংলাদেশনেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফেরেন। কুর্মিটোলায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়ালও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের সব রকমের সহায়তা করার কথা বলেন তিনি। আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ অনেক সময় এ রকম পরিস্থিতিতে ফিজিক্যাল শকড হয়। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিমও চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে প্রস্তুত ছিল।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে প্রত্যাশিত বিক্রি নেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
পরবর্তী নিবন্ধতিন দিনব্যাপী বেসবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু