নেপালে সুখবর পেলেন দুই নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

সাফের শিরোপা ধরে রাখার মিশনে নেপাল পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে গিয়ে সুখবর পেয়েছেন নারী দলের দুই ফুটবলার আফিদা খন্দকার এবং শাহেদা আক্তার রিপা। গতকাল দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দুইজনই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আফিদা ৪.৩৩ অর্থাৎ ‘এ’ গ্রেড পেয়ে পাশ করেছেন। শাহেদা আক্তার রিপা পেয়েছেন ৩.৭৫ অর্থাৎ ‘এ মাইনাস’। দুই জনই ঢাকা বোর্ড থেকে পাশ করেছেন। নেপালে পৌঁছে দুজনেই পেলেন সুখবর। এবার মাঠের লড়াইয়ে দেশকে আনন্দে ভাসানোর পালা। সাফের লড়াইয়ে লাল সবুজের মেয়েরা মাঠে নামবে আগামী ২০ অক্টোবর। নিজেদের উদ্বোধনী খেলায় সাবিনাদের প্রতিপক্ষ পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধপুত্র সন্তানের বাবা হলেন শরিফুল
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বানীগ্রাম স্কুল ও পাহাড়তলী বালিকা স্কুলের শিরোপা লাভ