ভারতকে হারিয়ে আরো একটি দক্ষিণ এশিয়ান ফুটবলের শিরোপা জয়ের লড়াইয়ে বাংলাদেশ। এবার সাফ অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে বদ্ধপরিকর বাংলাদেশ দল। যদিও ঘরের মাঠে নেপাল অনেক শক্ত প্রতিপক্ষ বলে মনে করেন মারুফুল হক। দলটির প্রতি সেই সমীহ ও সম্মান সবটুকুই তার আছে। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, নিজেদের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারলে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন তারা। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে আজ বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২–০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২–১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমি–ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পা রাখে মারুফুলের দল। গত আসরের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল । শিরোপাধারীদের এবার সেমি–ফাইনাল থেকে বিদায় করে দিয়ে স্বাভাবিকভাবে এখন আরও উজ্জীবিত বাংলাদেশ দল।
গতকাল মঙ্গলবার ফাইনালের ভেন্যুতে সংবাদ সম্মেলনে মারুফুল বলেন, ভারত ম্যাচ নিয়ে আর ভাবছে না দলের কেউ। এখন নেপালকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছেন তারা। তিনি বলেন পুরো দলের আবহ ভালো। আমরা আগেরদিন ভারতকে সেমি–ফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছি। তবে ওটা এখন অতীত। এখন সামনে নতুন ম্যাচ। আর সে ম্যাচের প্রতিপক্ষ নতুন দল। এই টুর্নামেন্টে নেপলের বিপক্ষে আমরা একবার খেলেছি। ওরা প্রতিভাবান দল। ওদের হারানোর জন্য আরও চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। আমরা জানি নেপাল অনেক শক্তিশালী দল। বিশেষ করে ঘরের মাঠে তারা আরো শক্তিশালী। তবে আমি বিশ্বাস করি, যদি আমরা আমাদের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। সেমিফাইনালে দুর্দান্ত খেলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোল রক্ষক মোহাম্মদ আসিফ। আজকের ফাইনালেও তাকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদিও কোচ মারুফুল হকের লক্ষ্য নির্ধারিত সময়েই ম্যাচটা শেষ করা। কারন টাইব্রেকারে গেলে অনকে সময় স্নায়ু চাপে ভুগতে হয়। তাই নির্ধারিত সময়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। গ্রুপ পর্বে নেপালের কাছে হারার পর দলটিকে নিয়ে বেশ পর্যালোচনা করেছে বাংলাদেশ দল। তাদের শক্তিমত্তা আর দৃুর্বলতা খুজে বের করার চেষ্টা করেছে বাংলাদেশ দল। সে সাথে নিজেদের কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়েও আলোচনা করেছে। তবে সবচাই বড় কথা শিরোপা জয় ছাড়া আর কিছু ভাবতে চায়না বাংলাদেশ দল। নিজেদের সেভাবে প্রস্তুত করেই আজ মাঠে নামবে বাংলাদেশের যুবারা। নেপাল থেকে বেশ কয়েকটি শিরোপা জিতে এসেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দল আর নারী দল। তাই এই ট্রফিটাও জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল।