নেপালকে হারিয়ে কাবাডি সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশনেপাল কাবাডি সিরিজের প্রথম ম্যাচের মতো চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি নেপাল। একপেশে লড়াইয়ে তাদের হারিয়ে পাঁচ টেস্টের কাবাডি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

পল্টন ময়দানে বুধবার চতুর্থ ম্যাচে ৪৯২৪ পয়েন্টে জিতে এক ম্যাচ হাতে রেখে ৩১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৫৩২৯ ব্যবধানে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৪৫৪২ পয়েন্টে হারিয়ে সমতায় ফেরে সফরকারী নেপাল। তবে তৃতীয় ম্যাচে ৪২৩৭ পয়েন্টের রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। গতকাল ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ৩১১৮ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ের বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন উন্নতি জাকের আলি এবং হৃদয়েরও