নেদারল্যান্ড সফরে যাচ্ছেন রাউজান পৌর মেয়র

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

তিন দিনের সফরে নেদারল্যান্ড যাচ্ছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়বেন মেয়র। পৌরসভা সূত্র জানায়, মেয়রের এই সফর নেদারল্যান্ডসে টেকনিক্যাল ভিজিট। সফরকালে তিনি সে দেশের শহরের সবুজায়ন, শহুরে জলবায়ু অভিযোজন সংক্রান্ত ডাচ সিটি সরকারের নীতি অনুশীলন সম্পর্কে ধারণা নেবেন। তার এই সফরটি হবে আরবান ডেমোনস্ট্ ইনিশিয়েটিভের অধীণে ডাচ সরকারের অর্থায়নে।

উল্লেখ্য, রাউজানের মেয়রের সাথে একই কর্মসূচিতে সফরে যাচ্ছেন যশোহরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চোরাই ল্যাপটপ, মোবাইলসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধইদ্রিস বি.কমের শূন্যতা আমরা পূরণ করতে পারিনি-পারবো না