নেতৃত্ব হারানোয় ক্ষুব্ধ মিরাজ আর খেলতে চান না

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১২:২৪ অপরাহ্ণ

বিপিএলে দারুণ এক জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গত শনিবার। কিন্তু সে ম্যাচে দেখা গেল চট্টগ্রামের হয়ে টস করতে নামেন নাইম ইসলাম। তখন জানা গিয়েছিল নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছে নাইমকে। দারুণ এক জয় নিয়ে হোটেলে ফেরার পর শুরু হয় মিরাজের ক্ষোভ প্রকাশ। গতকাল তিনি মায়ের অসুখের কথা বলে টিম ম্যানেজম্যান্টের কাছে একটি চিটি দিয়ে হোটেল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দলের কয়েকজন কর্মকর্তা তাকে আবার হোটেলে ফেরান। আর তখনই মিরাজ তার ক্ষোভ ঝাড়েন দলের সিইও ইয়াসির আলমের উপর। মিরাজকে তখন বলতে শোনা যায়, ইয়াসির সিওও থাকতে পারবে না, দলে থাকতে পারবে না। ও যদি চলে যায়, তাহলে আমি খেলব। এদিকে মিরাজের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারটি কিছুটা অস্বাভাবিক দুটি কারণে। প্রথমত, তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে। চার ম্যাচ শেষে তারা ছিল পয়েন্ট তালিকার দুইয়ে। দ্বিতীয়ত মিরাজের নিজের পারফরম্যান্সও খারাপ ছিল না। আবার নেতৃত্বে বদল নিয়ে পাওয়া যায় দুইরকম ব্যাখ্যা। নতুন অধিনায়ক নাঈম শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের টসের সময় বলেন, স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মিরাজ। আবার টিম ম্যানেজম্যান্ট জানান, ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে প্রধান কোচ পল নিক্সন পরামর্শেই মিরাজকে সরানো হয়েছে। মিরাজ বলেন অধিনায়কত্ব থেকে আমাকে কেন সরাল বুঝলাম না। দল আমার নেতৃত্বে ভালো ফল পেয়েছে। নিজেও পারফর্ম করেছি। বাকিরাও স্বচ্ছন্দ্যে আছে। দল খুশি। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কিছু না বলে কেন এই সিদ্ধান্ত। মিরাজ বলেন আমার এখন আসলে খেলার মন-মানসিকতা ওরকম নেই। খেলার তিন ঘণ্টা আগে বলছে, তুমি আজকে অধিনায়কত্ব করছো না। সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আমি বলেছি, আপনাদের চিন্তা-ভাবনা থাকলে আমাকে আগে থেকেই জানিয়ে দিতেন। আমি কি বলেছি আমাকে নেতৃত্ব দেওয়া হোক। এটা একজন খেলোয়াড়ের জন্য তো অপমানজনক। দল ছেড়ে যেতে চাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা জানতে চাইলে মিরাজ বলেন, আর কোনো কারণ নেই। আমার মনে হয়ে আমি বের হয়ে গেলে রিলাক্সে থাকতে পারব। নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে কথা বলেছেন। তবে ঢাকায় ফিরতে চাওয়ার কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথাও বলেন মিরাজ। তিনি বলেন আমার আম্মাও একটু অসুস্থ। আমার সঙ্গে থাকাটাও জরুরি। মাঝখানে উনার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বলা হচ্ছে কোচের পরামর্শে মিরাজকে পরিবর্তন করা হয়েছে। মিরাজ বলেন কোচ আমাকে ফোন দিয়ে বলেছে তিনি সেরকম কিছু বলেননি।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাস ক্লাবের জয়লাভ
পরবর্তী নিবন্ধরেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল