মাতৃভূমি সামাজিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী ‘নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নেতৃত্বের সাথে যখন মানবিকতা যুক্ত হয় তখনই কেবল সেই নেতৃত্ব মহান নেতৃত্বে পরিণত হয়। মানুষের কল্যাণ চিন্তা না করা নেতৃত্ব খুব বেশিদিন টিকে থাকতে পারে না। তাই মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানোর নেতৃত্বই যুগের পর যুগ অক্ষয় হয়ে টিকে থাকে।
গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তন ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। সীতাকুণ্ডের শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন মাতৃভূমি সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা মো. শাহ সুলতান শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নম্বর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান শিক্ষাবিদ এইচ এম তাজুল ইসলাম নিজামী। অনুষ্ঠানে সাংবাদিক সঞ্জয় চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শিবলু দাশ, সহ সাধারণ সম্পাদক রিপন দাশ রকি বক্তব্য রাখেন।










