অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। খবর বাংলানিউজের। দেশটির রাজধানী অসলোর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। গত বুধবার এতথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নরওয়ের উপ–পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দৃঢ়ভাবে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে। ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা কার্যকর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রদর্শিত হবে।
আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে ২০২৪ সালের মে মাসে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। সেই আবেদনের ভিত্তিতেই একই বছরের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।