গত ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে। এমএসএনবিসি টিভি চ্যানেলের ‘অ্যালেঙ ওয়াগনার টুনাইট’ শোতে হিলারি বলেন, তার (নেতানিয়াহু) উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া, নেতানিয়াহু যদি যুদ্ধবিরতিতে বাধা হয়ে থাকেন এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রেও যদি তিনি বাধা হন, তাহলে অবশ্যই তাকে সরে যেতে হবে। বাইডেনের পদক্ষেপ সম্পর্কে হিলারি বলেন, ৭ অক্টোবরের পর ইসরায়েলি জনগণের মিত্র হিসেবে ইসরায়েলের জন্য যা যা করার তা তিনি করেছেন। খবর বিডিনিউজের।
একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরায়েলের সঙ্গেই ছিলেন। আমি মনে করি এটাও স্পষ্ট যে বাইডেন নেতানিয়াহুকে প্রভাবিত করার জন্য তার যা কিছু করা সম্ভব সবই করছেন। খবর টাইমস অব ইসরায়েল গাজায় ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করে তিনি বলেন, যুদ্ধ হামাস শুরু করেছে এবং যুদ্ধের আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে। আমরা চাই যুদ্ধবিরতি হোক। হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে যুদ্ধবিরতি হবে।