রাঙ্গুনিয়ায় কৃষক লীগের উদ্যোগে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত শনিবার বিকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তরজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় ড. হাছান মাহমুদ নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার আহবান জানান। উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এবং তথ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কৃষক লীগের উদ্যোগে প্রথম পর্যায়ে উপজেলার দুটি সড়কে বৃক্ষরোপণ করার প্রক্রিয়া চলছে। এরপর উপজেলার যেখানেই পতিত জায়গা পাওয়া যাবে সেখানেই বৃক্ষরোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।