নেতা নেতা ভাব নিয়ে ‘নেতাজি‘ তখমায়
কত শত নেতা আছে যত পায় তত চায়
কাজ কাম ফাঁকি দিয়ে কত নেতা চলেরে
জনতার কথা তারা একটুও কি বলেরে।
চায়ের কাপে তার স্বপ্নের শেষ নেই
বুদ্ধির মারপ্যাচে চিন্তার লেশ নেই।
পকেটের টাকা দিয়ে ঘর বোঝাই স্মারকে
কাজে নয় কথায় যে মেপে নেয় বড় কে
ফুল আর স্মারকে আজ নেতা ভরপুর
পোশাকটা ফিটফাট মেজাজটা ফুরফুর
অলিতে গলিতে এখন নেতাদের হাঁকডাক
ঘাড় ফুলিয়ে চলে বাকবাকুম বাকবাক
আজকাল পেশাদার নেতা হতে সাবধান
গাড়ি বাড়ি এতো টাকা বলুনতো কই পান?
সভাপতি সম্পাদক যেন খই মুড়ি আজ
ঠুস্ ঠাস ফুটে শুধু বিনা মেঘে পড়ে বাজ
পদ পদবী চায় মানে না যে তন্ত্র,
ভুলে যায় পদ পেয়ে কী ছিলো মন্ত্র
কালো টাকায় মসজিদ মাদ্রাসা করিয়া
পাপের টাকায় পাপ সদকায়ে জারিয়া !
‘যত ঝাকি তত নেকি‘ কেউ কেউ বলেরে
তাই বুঝি দল ভেঙে তিনখান করে রে
পৃথিবীর ইতিহাসে স্মরণীয় নেতারা
মানুষের হৃদয়ে ঠাঁই নিয়েছে তারা
পেশাদার নেতা নয় মানবিক নেতা চাই
মানুষের ব্যথা বুঝে বলে না যে অযথাই
ঢাক ঢোল পিটিয়ে যে নেতার জন্ম
মানুষের সেবা হোক সে নেতার কর্ম
‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
দূর হোক অন্ধকার জ্বলে উঠুক আলো।