নেটো দেশে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহ’ দেবেন ট্রাম্প

| সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটোর যেসব দেশ এই জোটের অংশ হিসাবে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে ‘উৎসাহ’ দেবেন তিনি। গত শনিবার সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় ট্রাম্প ওই কথা বলেন। নেটো নেতাদের সঙ্গে এক বৈঠকের বর্ণনা দিয়ে ট্রাম্প জনসভায় বলেন, নেটোর একটি ‘বড় দেশের’ নেতা তাকে বলেছিলেন, ‘রাশিয়া যদি তার দেশের ওপর হামলা চালায়। তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা।’ জবাবে ওই নেতাকে তিনি বলেছিলেন, আপনি অর্থ দেননি? আপনি অপরাধী? না আমি আপনাকে রক্ষা করব না। বরং রাশিয়া যা করতে চায় তা করতে আমি তাদেরকে উদ্বুদ্ধ করব। আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। খবর বিডিনিউজের।

নেটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনও একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বিস্ময়কর ও কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ। ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন, খুনি একটি শাসকগোষ্ঠীকে আমাদের ঘনিষ্ঠমিত্র দেশগুলোর ওপর আগ্রাসনকে উৎসাহ দেওয়া বিস্ময়কর এবং কাণ্ডজ্ঞানহীন। এতে আমেরিকার জাতীয় নিরাপত্তা, বিশ্বের স্থিতিশীলতা এবং দেশের অর্থনীতি বিপদগ্রস্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজায় জাতিসংঘ সংস্থার কার্যালয়ের নিচে হামাসের সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরায়েলের