বাংলা গানের অনলাইন ভুবনে ঝড় তুলে দিলেন তিনি। জনপ্রিয় গায়িকা ঐশীর কন্ঠে ‘দেখোনা তুমি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আবারও হাজির হলেন দেশের শীর্ষ সঙ্গীতকার শওকাত। কিংবদন্তীসম জনপ্রিয় জেমসের ‘পাগলা হাওয়া’ এবং আইউব বাচ্চুর ‘এক আকাশ তারা’ গানের প্রতিভাধর স্রষ্টা শওকাত মাত্র চারদিন আগে ঐশীর কন্ঠে তার সৃষ্টি নতুন গানটি প্রকাশ করেন, তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে।
ইউটিউবে বিস্ময়কর জনপ্রিয়তায় অভিষিক্ত গানটির ভিউয়ার সংখ্যাও এদিকে বাড়ছে হু হু গতিতে। দেশেবিদেশে অগণিত শ্রোতার অভিনন্দন, লাইক, লাভ আর কমেন্টের বন্যায় সিক্ত হচ্ছেন শওকাত।
দর্শকশ্রোতার মন কেড়ে নেয়া ‘দেখোনা তুমি’ গানটির চমৎকার কাব্যময় কথাগুলিও লিখেছেন শওকাত। এর সুর সংযোজন এবং মিউজিক আয়োজনও তারই হাতে রচিত। আর শাহরিয়ার পলকের পরিচালনায় প্রেক্ষাগৃহ নির্মিত মিউজিক ভিডিওতে অনবদ্য ভিএফএঙ উপস্থাপনের কৃতিত্বটুকু পাবেন জাকির জয়। বিগত প্রায় দুই যুগকাল গানের ভুবনে বিচরণকালে প্রায় ৭০০ গানের সঙ্গীত আয়োজন করেছেন শওকাত। প্রায় তিন শতাধিক গানের গীতিকারও তিনি।
এ পর্যন্ত ৪৬টি অ্যালবাম উপহার দিয়েছেন বাংলার গানপাগল মানুষের জন্য। জেমস এবং আউইব বাচ্চু ছাড়াও তার সুর ও সঙ্গীতে গান করেছেন শাফিন আহমেদ, মাকসুদ, রুনা লায়লা, আসিফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কানিজ সুবর্ণা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এসআই টুটুল, তিশমা, টিপু, নাসিম আলি খান, ন্যান্সি ও খ্যাতিমান আরো বহু শিল্পী।












