বর্তমান প্রজন্মদের বিভিন্নভাবে সামাজিক অবদানের জন্য বাংলাদেশের কয়েকজনকে তাদের যুব প্রজন্মকে নিয়ে কাজের কৃতিত্ব ও অবদানের সম্মাননা প্রদান করেছে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট। গত ২৪ শে মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করেছে নেপালের ইয়ুথ ও ট্যুরিজম মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। মূলত ৫০ তম নেপাল-বাংলাদেশ বন্ধুত্বকে ঘিরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের যুব-সমাজ উন্নয়ন, মহামারী সময়ে সামাজিক কার্যকলাপ, সামাজিক উন্নয়নে যুব সমাজকে নিয়ে কাজ করার উদ্যোগ বাস্তবায়ন অবদানের জন্য, আশরাফ হোসেন উক্ত অনুষ্ঠানে ‘নেক্সট জেনারেশন লিডার অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কৃত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের ইয়ুথ ও স্পোর্টস মন্ত্রণালয়ের মন্ত্রী মহেশওয়ার গাহাটরাজ, নেপালের উপ রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুনে, নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিস্ এক্সসেলেন্সি সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আশরাফ হোসেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমপলিটনের জেনারেল মেম্বার হিসেবে সামাজিক উন্নয়নমূলক বেশকিছু কার্যকলাপে যুবকদের নিয়ে কাজ করে আসছেন। এছাড়া সেলফ হাইজিন, সেলফ স্কিল ডেভেলপমেন্ট, সাস্টাইনাবল এনভায়রনমেন্ট, স্কিল ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেপালের ইয়ুথ ও স্পোর্টস মন্ত্রণালয়ের মন্ত্রী মহেশওয়ার গাহাটরাজ, উক্ত মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুরেন্দ্র বাসনেট, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আড়িয়াল, সংসদ সদস্য শামীম পাটোয়ারী এবং নেপালি বিভিন্ন যুব সংগঠনের সদস্য, শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ থেকে আগত ডেলিগেটস প্রমুখ। দুদিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের শেষ দিনে দ্বিপাক্ষিক ডেলিগেটসদের মাঝে নিজ দেশের বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। কীভাবে বর্তমান ও ভবিষৎ প্রজন্ম সামাজিক উনয়ন ও প্রকল্প বাস্তবায়নে নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই লক্ষে সরকারি ভাবে কী ধরনের সহযোগিতা প্রয়োজন এ সকল বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











