নৃত্যরূপ একাডেমির কর্মশালা, সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে নৃত্যরূপ একাডেমির কন্টেম্পরারি নৃত্য কর্মশালার সনদপত্র বিতরণ ও সমাপনী নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক স্বপন বড়ুয়া এবং ইশা ধর মনি। ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার মুখ্য সমন্বয়ক প্রিয়াংকা বড়ুয়া। নৃত্যরূপ একাডেমি এই প্রথম চট্টগ্রামে কন্টেম্পরারি নৃত্য কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশে ধ্রুপদী নৃত্যের পাশাপাশি কন্টেম্পরারি নৃত্য ধারাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় আমরা নৃত্যরূপ একাডেমিও চাই আমাদের শিক্ষার্থীরা ধ্রুপদী নৃত্যকলার পাশাপাশি সৃজনশীল এবং সমসাময়িক নৃত্যেও দক্ষ হয়ে উঠুক। নৃত্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখুক। অনুষ্ঠানে আগত অতিথিরা নৃত্য চর্চার এই উদ্যোগকে স্বাগত জানান এবং নৃত্য চর্চার পরিসরকে বিস্তৃত করার ক্ষেত্রে সরকারিবেসরকারি পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি সামপ্রতিক সময়ের কোক স্টুডিওর জনপ্রিয় ‘লং ডিসটেন্স লাভ’ গানের সাথে দ্বৈত নৃত্য পরিবেশন করেন মোফাসসাল আলিফ এবং প্রিয়াংকা বড়ুয়া। ৪ দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেছেন আলিফিয়া স্কোয়াডএর প্রতিষ্ঠাতা পরিচালক মোফাসসাল আলিফ এবং সহযোগী প্রশিক্ষক ছিলেন মো. ফাহিম মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের রজত জয়ন্তী
পরবর্তী নিবন্ধফ্লেশ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতলেন ডেভিড সা-লাই