আজ হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র প্রধান খলিফা, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.)’র ৪৪তম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে বলুয়ারদিঘীর পাড়স্থ খানকাহ্-এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও মরহুম নূর মোহাম্মদ আলকাদেরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে-বাদ ফজর থেকে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মরহুমের মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), বাদ যোহর নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংগঠনের উদ্যোগে মরহুমের মাজারে পুষ্পমাল্য ও গিলাফ অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত, বাদ আছর খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল। বাদ মাগরিব হতে মরহুমের স্মৃতির উপর স্মারক আলোচনায় বরেণ্য ওলামায়ে কেরামগণ অংশ নেবেন। বাদে এশা আখেরী মুনাজাত। মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) পরিবারবর্গ ও স্মৃতি সংসদের পক্ষ হতে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।