কাপ্তাই বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে জলবায়ু সচেতনতা কার্যক্রম, বৃক্ষরোপণ, দেয়াল পত্রিকা উন্মোচন, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। স্কুলের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপ–সহকারি কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক ফয়সাল আমিন কাদেরী এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহকারি কমিশনার কাজী মোশাররফ হোসেন। অতিথিবৃন্দ স্কুল আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।