রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে এবং রাহাতিয়া নঈমীয়া বশরীয়া (আরএনবি) ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন এবং চাইল্ড সাইকোলজিস্ট মহিউদ্দিন জিলানী।
সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়্যবী। প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও আরএনবি ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।
কর্মশালার প্রধান কো–অর্ডিনেটর ছিলেন অধ্যাপক গোফরানুল হক এবং সঞ্চালনা করেন শিক্ষক সৈয়দ রিদ্ওয়ানুল মোস্তফা নঈমী। এতে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণার কৌশল, প্রযুক্তি ব্যবহার, পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।