নুরুল ইসলাম বি.এস.সি সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল পুনরায় চালুর দাবি

বাকলিয়ায় মানববন্ধন

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

বাকলিয়ায় নুরুল ইসলাম বি.এস.সি সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল পুনরায় চালু করার দাবিতে ১৯ নং ওয়ার্ড বাদিয়ারটেক মোড় হাসপাতালের সামনে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণ বাংলাদেশ’এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জায়েদ উদ্দিন। সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাকলিয়া থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সহ সভাপতি মো. সেলিম, বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন অনু, বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী রিজিয়া বেগম মুন্নি, ব্যবসায়ী আজিজ, রিদুয়ান, শিপন, মহসিন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের ওসমান, রুবেল, সোহাগ, আলতাপ, আল আমিন, হারুন, শাহ আলম, কাওসার, সৈকত, রিমন, ফয়সাল, হোসেন, দুলাল। মানববন্ধনে বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক হাজী ইয়াকুব খান বাবু বলেন, এই মাতৃসদনটি ছিল নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য একমাত্র সহজলভ্য চিকিৎসা সেবা কেন্দ্র। এটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার নারী ও শিশুস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে এই মাতৃসদন চালু করতে হবে, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই মাতৃসদনটি বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মা ও নবজাতকদের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ