নগরীর ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী ও ৫ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন, নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী সানোয়ারা বেগম, ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ দৈনিক আজাদীকে বলেন, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা মামলাটি দায়ের করেন। সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের নামে এ ঋণ বিতরণ করা হয়েছিল। নুরুল ইসলাম বিএসসি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং তার স্ত্রী ও ৫ ছেলে পরিচালক। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে নুরুল ইসলাম বিএসসিও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দিয়েছেন বিচারক উল্লেখ করে বেঞ্চ সহকারী বলেন, বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকের কাছে কোনো সম্পত্তি বন্ধক নেই। মূলত ব্যক্তিগত নিশ্চয়তার ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক।