নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী ও ৫ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩ কোটি ৩৭ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী ও ৫ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন, নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী সানোয়ারা বেগম, ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ দৈনিক আজাদীকে বলেন, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা মামলাটি দায়ের করেন। সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের নামে এ ঋণ বিতরণ করা হয়েছিল। নুরুল ইসলাম বিএসসি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং তার স্ত্রী ও ৫ ছেলে পরিচালক। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে নুরুল ইসলাম বিএসসিও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দিয়েছেন বিচারক উল্লেখ করে বেঞ্চ সহকারী বলেন, বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকের কাছে কোনো সম্পত্তি বন্ধক নেই। মূলত ব্যক্তিগত নিশ্চয়তার ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধগাড়ির চাপ সামলাতে হিমশিম অবস্থা
পরবর্তী নিবন্ধদিনভর বিক্ষোভে অচল সচিবালয়