নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর ফ্ল্যাট হস্তান্তরে নিষেধাজ্ঞা

খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ঢাকার শান্তিনগরে থাকা সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রী সানোয়ারা বেগমের একটি ফ্ল্যাট হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। গত বছরের ২৬ নভেম্বর নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী সানোয়ারা বেগম, তাদের সন্তান মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে উক্ত ঋণ আদায়ের লক্ষে ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ মামলাটি দায়ের করা হয়। নগরীর খাতুনগঞ্জের সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড ও ইউনিল্যাক সানোয়ারা (বি.ডি) লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের নামে উক্ত ঋণ বিতরণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর নামে থাকা ঢাকার শান্তিনগরের একটি ফ্ল্যাট হস্তান্তরে নিষেধাজ্ঞা বা ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আদেশ সম্বলিত সাইবোর্ড উক্ত সম্পত্তিতে স্থাপন করার জন্য বাদী ব্যাংকে নির্দেশ দিয়েছেন বিচারক। তিনি বলেন, বাদী ব্যাংকের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, নালিশি ঋণের বিপরীতে বিবাদীদের কোন স্থাবর সম্পত্তি বাদী ব্যাংকের কাছে বন্ধক নেই। বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও হাইকোর্ট ডিভিশনের অনুমতি নিয়ে বিবাদীরা দেশত্যাগ করেছেন। বিবাদীদের কাছ থেকে ব্যাংকের পাওনা মোট ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা। বিবাদীদের পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা কর্পোরেশনের পক্ষে বিবাদী সানোয়ারা বেগম শান্তিনগরের উক্ত ফ্ল্যাট বিক্রয় করার চেষ্টায় আছেন। এমন অবস্থায় তা ক্রোকাবদ্ধ করা না হলে বাদী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবাদী পক্ষে আপত্তি দাখিল না করা পর্যন্ত উক্ত সম্পত্তি হস্তান্তর বা কোনভাবে দায়বদ্ধ করার বিষয়ে বিবাদীদের প্রতি এ নিষেধাজ্ঞা প্রদান করা হল।

পূর্ববর্তী নিবন্ধসাংগঠনিক স্বকীয়তা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখবে হেফাজত
পরবর্তী নিবন্ধ২০২৯ সালে শেষ হবে মাতারবাড়ি বন্দরের প্রথম ধাপের কাজ