বৃষ্টি ঝরে ঝির ঝির ঝিরে
পাহাড়ের পাদদেশে সেগুন বাগানে
ভাঁটি ফুল ঝরে পড়ে দূর্বাঘাসে।
লজ্জাবতীরা লজ্জায় নুয়ে গেছে কত আগেই
আমি কি আর ঘরে থাকতে পারি
দুরন্ত দুপুরে?
আকাশ ডাকে– আয়!
বাতাস ডাকে– আয়!
পাহাড় ডাকে– আয়!
আমি দরজার খিল ভেঙে বেরিয়ে যায়
বিভোর হয়ে!
বিলের পর বিল পেরিয়ে যাই পাহাড়ের কাছে,
বুকের সাথে আগলে ধরি–
আকাশ–বাতাস পাহাড়ের বনবৃক্ষকে।
মা মেয়েটা রান্না ঘরে
ডাল–চাল কড়ই ভাজে!
গুনগুন করে গানও ভাজে– ‘
জলে ভাসা পদ্ম আমি-‘
আমি ভেজা পাহাড়ের কোলে শুয়ে থাকি–
পাখিকে ডাকি,
ফুলকে ডাকি,
বৃষ্টিকে ডাকি,
ভালোবাসি, কী যে ভালোবাসি!
আকাশের কাছে মিনতি করে বলি, ও আকাশ–
আমার চোখে এক খণ্ড নীল দাও,
আমি আজ নীল চোখের কিশোর হবো!