একই সুরে যে সুর বাজে,
সেই সুরেতে ঝঞ্জা কেন!
স্বপ্ন যখন আলোক ছোঁয়া,
তাতে এমন আঁধার কেন?
নীরবতার শব্দগুলো,
সবচে‘ যখন গভীর, চেনা,
সেই ভাষাটা আজকে কেন
অচেনা এক স্বপ্নছায়া!
মেঘ জমে যে নীল আকাশে,
সেই আকাশে রোদ্দুরও তো!
ডাকপিয়নের ঝোলা খোঁজে
ভাঁজ করা সেই পত্রগুলো।
একই সুরে যেই বেদনা,
সেই সুরে আজ স্মৃতির মাতম।
শব্দহারা ঠোঁটের কোণে,
নীরবতার নীরব যাপন।







