নীতি-নৈতিকতা সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মনজুর আলম

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মনজুর আলম

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ এম মনজুর আলম বলেছেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান নির্ভর, সৃজনশীল, নীতিনৈতিকতা সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি মেধা ও মননে উৎকর্ষ সাধনের শিক্ষাও দিতে হবে। তিনি বলেন, জ্ঞান অর্জন করে সকল শিক্ষার্থীরা যাতে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে পারে এ ধরনের শিক্ষাই আমি প্রত্যাশা করি। তিনি শিক্ষকদের নিষ্ঠার সাথে ছাত্রদের পাঠদানে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রতিবছর যে সকল শিক্ষার্থী স্কুল কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে বের হন তারা সকলে যেন উত্তম চরিত্রের অধিকারী হন সে শিক্ষাই আপনাদের নিকট আমি প্রত্যাশা করি। তিনি ভাষার মাস ফেব্রুয়ারিতে মায়ের ভাষার মর্যাদা সমুন্নত রাখতে বাংলাকে সঠিকভাবে প্রয়োগ করার আহবান জানান। গতকাল শনিবার কলেজ মিলনায়তনে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক বৈঠকে এ আহবান জানান। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরী, নির্বাহী পরিদর্শক বাদশা আলম, প্রধান শিক্ষক আবদুছ ছাত্তার মজুমদারসহ সংশ্লিষ্টরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়াদি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবো
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে রাতের আঁধারে এক গোয়ালের ৪ গরু চুরি