নিষ্পাপ সমন্বিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত ড.আর পি সেন গুপ্ত নিষ্পাপ সমন্বিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন লায়ন ডা. রতন ভৌমিক। এতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌ: ঝুলন কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী। বিশেষ অতিথি ছিলেন মিসেস রীতা ভৌমিক, কার্যকরী পরিষদ সদস্য এটি এম কামরুদ্দিন চৌধুরী (তাহের),লায়ন তপন কান্তি দত্ত, প্রদীপ ভৌমিক, তপন কুমার দাশ লায়ন সুব্রত ভৌমিক প্রমুখ। অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মিসেস সোমা চক্রবর্তী। নির্মাণাধীন মায়াকানন কমপ্লেক্স সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে ১৪৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ ক্রিকেটে রাইজিং স্টার ও বেসিক অ্যাকাডেমির জয়
পরবর্তী নিবন্ধচোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাকিব