নিষ্পাপ সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী বলেছেন, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে অটিজম স্কুল পরিচালনার পাশাপাশি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে স্বাভাবিক শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। পাশাপাশি ছাত্রছাত্রী ও তাদের মায়ের স্বাস্থ্য সুরক্ষায় জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের শিশুদের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উল্লেখ্য, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন তাদের স্থায়ী প্রকল্প ‘মায়াকানন’ ১নং ওয়ার্ডস্থ যেই এলাকায় নির্মাণ কাজ চলমান রয়েছে সেই এলাকার সন্তান নিউরো সার্জন প্রফেসর ড. রাম প্রসাদ সেন গুপ্তের নামে এই স্কুল স্থাপন করা হয়েছে। এখানে নতুন ভর্তিকৃত ৪৭ জন ছাত্রছাত্রীসহ মোট ১২৫ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়। অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বাসনা মুহুরির কনিষ্ঠ সন্তান ডা. সৌমিক বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।