নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনে দুইদিনের প্রশিক্ষণ কোর্স

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইনকর্পোরেটিং ভোকেশনাল কারিকুলাম ইন স্পেশাল স্কুল’ শীর্ষক ২ দিনব্যাপী প্রফেশনালদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।সমাজকল্যাণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজি নাজিমুল ইসলাম কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিশেষ শিশুদের মেইন স্ট্রিমে নিতে হলে প্রফেশনাল ট্রেইনিংয়ের বিকল্প নেই। যে বিশেষ শিশু যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ের উপর জোর দিলে সাফল্য আসবে।

সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, চসিক সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন।

স্বাগত বক্তব্য রাখেন কার্যনিবাহী সদস্য এ টি এম কামরুদ্দিন চৌধুরী, সিংগাপুর হতে আগত প্রশিক্ষক ডা. তাহমিনা হক, নিষ্পাপ অধ্যক্ষ সোমা চক্রবত্তী। অংশ নিয়েছে প্রেরণা অটিজম, মাতৃস্নেহ অটিজম একাডেমী, ড্রিমস্টার অটিজম একাডেমি, নিষ্পাপ স্কুলের শিক্ষিকা সহ মোট ৩৬ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘নারীমুক্তির জন্য পুঁজিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে’
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পিকআপের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু