নিষ্ঠা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় বাঁশখালীর রায়ছটাখুপিয়া তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ৮০ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বই ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নিষ্ঠার কার্যালয় থেকে বই ও শিক্ষাসামগ্রী গ্রহণ করেন মাদরাসার সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল কবির ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ।

এ সময় নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ৮০ জন শিক্ষার্থীর এক বছরের বই ও শিক্ষাসামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তিনি নিষ্ঠার অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের নিঃস্বার্থ দানের টাকাগুলো যথাযথ খাতে ব্যয় ও বিতরণকে আমরা ফাউন্ডেশন গুরুত্বের সাথে বিবেচনা করি এবং অপেক্ষাকৃত দুর্বল, দরিদ্র ও নিঃস্বরা যেন পায়, আমরা সে ব্যবস্থা করি। এ সময় উপস্থিত ছিলেন নিষ্ঠার আজীবন সদস্য রবিউল ইসলাম, পিআরও আব্দুল্লাহ আল মামুন, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ, হাফেজ করিম, ফারহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত সৈয়দ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরস সম্পন্ন