নিষ্ঠা ফাউন্ডেশনের রমজান শীর্ষক আলোচনা সভা

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গত ২২ মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় হোটেল সৈকতের সাম্পান হলে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা নিষ্ঠার জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিশন্স এর এমডি শাহাজাহান লিটন। জাকারিয়া আলম রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো: শাহাদাত হোসেন, চবি অধ্যাপক নাজমুল হাসান মুরাদ, টিভি ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, ব্যাংকার জাকারিয়া হোসেন, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, এম এ সবুর, ব্যাংক ম্যানেজার সৈয়দ কুতুবুদ্দিন আলম, নিষ্ঠার অর্থ সচিব এফসিএস দেলোয়ার হোসেন, ডা. সৈয়দ জাহেদ কামাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, সিয়াম সাধনা শুধু আধ্যাত্মিক উন্নতি ঘটায় না বরং শারীরিক সুস্থতার জন্যও সিয়াম সাধনা প্রয়োজন। জাপানি বিজ্ঞানী ওসুমি এ বিষয়ে ২০১৬ সালে নোবেল পুরস্কার লাভ করে তা প্রমাণ করেছেন। তিনি পবিত্র সিয়াম সাধনার পাশাপাশি নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিত করা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং মানবিক কাজে নিষ্ঠার পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা উত্তর প্রতিবন্ধীকে হুইল চেয়ার, কিডনী রুগীকে নগদ অর্থ এবং দরিদ্র শিক্ষার্থীকে বই প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ড. নুর হোসাইন নিষ্ঠার সকল কর্মকর্তা, শুভাকাঙ্খী, দাতা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধল’ কলেজ ল’ ফ্রেন্ডসের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধজমির টপসয়েল কাটায় বিভিন্ন স্থানে জরিমানা