নিষ্ঠা ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা গত বুধবার ফাউন্ডেশনের ট্রাস্টি এম. এ. সবুরের সভাপতিত্বে স্টেশন রোডস্থ হোটেল সৈকতের সাঙ্গু হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পীরে তরিকত সৈয়দ নাছেরুল হক চিশতি।
ফাউন্ডেশনের ট্রাস্টি আসিক ইউসুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট আবুল কাশেম চৌধুরী, কমর উদ্দীন ছিদ্দিক, ব্যাংক ম্যানেজার সৈয়দ কুতুব উদ্দীন আলম, দেলোয়ার হোসেন, শাহজাদা সৈয়দ বদরুল হক, ব্যাংকার অলিউল্লাহ, ব্যবসায়ী সালেহ আহমদ, মাওলানা অহিদুল ইসলাম পাটোয়ারী, সেকান্দর রহমান, একেএম সাইফুদ্দিন, জহির উদ্দিন হেলাল, মুহাদ্দিস আবুল হাছানাত, মুহাদ্দিস ইকরামুল হক, খালেদ সাইফুদ্দিন, সোলতানুর রশিদ, জাহেদুল আলম, নেভি কর্মকর্তা শাহজাহান, এডভোকেট আব্দুল্লাহ ইকবাল, বন্দরকর্মকর্তা সৈয়দা শিরিণ আক্তার, হাফেজ নুরুল করিম প্রমুখ। সভায় উপদেষ্টা, আজীবন সদস্য, ইসি সদস্য, দাতা সদস্য ও স্বেচ্ছাসেবকদের ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত ট্রাস্টি ও সভ্যগণের সর্বসম্মতিক্রমে গত ৮ মার্চ ২০২৪ এজিএমে গঠিত কার্যকরী কমিটি থেকে নির্বাচিত ৬ জনকে দিয়ে নিষ্ঠার প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইনের নেতৃত্বে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত দিনের কার্যক্রম ও আয়ব্যয় অনুমোদন করা হয়। চলমান প্রকল্প চালু রাখা এবং সেবামূলক প্রকল্প গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি নিষ্ঠার মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সকল বাধাবিপত্তি অতিক্রম করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিষ্ঠা ফাউন্ডেশন যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাতে নিষ্ঠার মাধ্যমে আরো বৃহত্তর সেবা কার্যক্রম সম্ভব। তিনি সামর্থ্যবানদেরকে নিষ্ঠার কাজে অংশগ্রহণ ও সহযোগিতার অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।