নিষ্ঠা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৯ অপরাহ্ণ

উদ্ধারকাজ পরবর্তী চতুর্থবারের মতো খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে নিষ্ঠা ফাউন্ডেশন। গতকাল বুধবার ফেনীর পরশুরামের চিথলিয়া, দাগনভূইয়ার ইয়াকুব পুর এলাকাদ্বয়ে অপেক্ষাকৃত ত্রাণবঞ্চিত বন্যার্তদের মাঝে নিষ্ঠার প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন এসব সামগ্রী বিতরণ করেন।পুনর্বাসনের জন্য ৩১ পরিবারকে নগদ অর্থ, ৬০ পরিবারকে খাদ্যসামগ্রী এবং ১০০ পরিবারকে বিভিন্ন রকমের বস্ত্র প্রদান করা হয়। ড. নুর হোসাইন বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবি গুণ।

বিতরণ কাজে অংশগ্রহণ করেন অধ্যক্ষ জুনাইদল্লাহ শিবলী, মাওলানা সৈয়দ বদরুল হক চিশতি, কাজী মাওলানা একেএম সাইফুদ্দিন মামুন, জাকারিয়া আলম রিফাত, আসিফ মাহমুদ, হাফেজ করিম, সুবাহ জয়, হামিম আহমেদ, আবু রাশেদ, মহিউদ্দিন সিয়াম, শিহাব শিকদার, তাহামিম আহমেদ, হাফেজ ইয়ামিন, হেলাল উদ্দিন ও হাফেজ ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির পাবলিক হেলথ বিভাগের ফ্রি হেলথ ক্যাম্প
পরবর্তী নিবন্ধভাঙা হচ্ছে ব্রিজের নিচের সেই ড্রেন