জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের একটি এ্যাম্বুলেন্স সম্প্রতি চমেক হতে লোহাগাড়ায় রোগী পরিবহন সেবার কাজ শেষ করে ফেরার পথে পদুয়া বাজারের নিকটে দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।
এ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য কেএমবি মোসাফ্ফা শাখার পক্ষ থেকে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ফাউন্ডেশনের আলকরন, চট্টগ্রামস্থ কার্যালয়ে কেএমবি মোসফ্ফা শাখার পক্ষ থেকে অনুদান হস্তান্তর করা হয়। অনুদান গ্রহন করেন নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন। দাতা সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, কেএমবি মোসফ্ফা শাখার বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ তাসনিম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান, নিষ্ঠার পিআরও ও এপিআরও যথাক্রমে ফখরুল সাজ্জাদ ও আসিফ মাহমুদ। নিষ্ঠার সেক্রেটারি অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবিক কাজে কেএমবির অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকল রেমিট্যান্স যোদ্ধার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।