নিষ্ক্রিয় করা হলো কর্ণফুলীতে উদ্ধার হওয়া মর্টার শেল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় উদ্ধারকৃত পরিত্যক্ত মর্টার শেলটি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইছানগর এলাকার এস আলম বালির মাঠে মর্টার শেলটির নিরাপদ বিস্ফোরণ ঘটনা হয়। পুলিশের ধারণা, মর্টার শেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের।
গত শনিবার জেলেদের জালে আটকা পড়ে মর্টার শেলটি। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে। সে রাতে এটি ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টারশেলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিস্ফোরণের সিদ্ধান্ত নেয়। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, উদ্ধারকৃত মর্টারশেলটি খুবই শক্তিশালী ছিল। বিস্ফোরণের পর ওই স্থানে প্রায় ৭-৮ ফিট গভীর গর্ত হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধআদালতে ভিডিও কনফারেন্সে দেখা মিলল সু চির
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে টিকা গ্রহীতা পৌনে তিন লাখ ছাড়াল